করোনায় আক্রান্ত কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরীক্ষা শেষে তার করোনাভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করেছে। এর আগে ওই শিক্ষার্থী আইইডিসিআরের হটলাইনে ফোন দিলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত শিক্ষার্থী জানান, ‘আমার বাবা নেই, টিউশনি করিয়ে নিজের পরিবারের খরচ চালাতে হয়। মার্চ মাসের শুরু থেকেই টিউশনি বন্ধ দিয়ে বাড়িতে ছিলাম, বাইরে বের হইনি। আমার পরিবারের কেউই বাইরে বের হয়নি। কিন্তু গত ৫ এপ্রিল একজনকে রক্ত দেয়ার জন্য বের হয়েছিলাম। হয়তো ওই দিনই সংক্রমিত হয়েছি।’

তিনি জানান, গত এক সপ্তাহ ধরেই আমার জ্বর ও মাথা ব্যথা ছিল। ১৬ এপ্রিল আইইডিসিআরের হটলাইনে ফোন দিলে তারা আমাকে নিয়ে যায় এবং ১৮ এপ্রিল আমার করোনা পজিটিভ নিশ্চিত করে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৯১ জন। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ৩১২ জন এবং করোনায় মোট শনাক্ত হলেন দুই হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।


সর্বশেষ সংবাদ